Duration 8:42

► খিজির ও মুসা আঃ এর বিস্ময়কর অলৌকিক ঘটনা | | খিজির আঃ এর জীবনী | | মুসা নবীর জীবনী | | Revealed Media

249 177 watched
0
2.7 K
Published 10 Mar 2020

আদম আঃ - /watch/segrMmA8qhz8r নূহ আঃ – /watch/8yGwjOuXxqXXw ইদ্রিস আঃ - /watch/0mQOmTi9GYK9O হুদ আঃ - /watch/UJmkFttw-FCwk সালেহ আঃ - /watch/svdbxuvy6f4yb ইব্রাহিম আঃ - /watch/YKl352cA0JfA3 লূত আঃ - /watch/kC_TOxEmY94mT ইসমাইল – /watch/wGC12kQ1f5311 ইসহাক - /watch/gSCaszl7IUx7a ইয়াকুব আঃ - /watch/kew2E2HiSTui2 ইউসুফ আঃ - /watch/UOSAoBm8DwU8A আইয়ুব আঃ - /watch/koeiO3YiRB3ii শোয়াইব আঃ - /watch/c9DtGO4OHCaOt মূসা আঃ ও ফেরাউন - /watch/oAkMT0soQ3voM ইউনুস আঃ - /watch/kni0GfHtVm_t0 দাউদ আঃ - /watch/kZFdessrl80rd সুলাইমান আঃ - /watch/05dwFC-7rke7w ইলিয়াস আঃ - /watch/Q0Ul90wJaCPJl যাকারিয়া ও ইয়াহিয়া আঃ - /watch/Ap5tvBYg_9vgt ঈসা আঃ - /watch/0ZiP9ufVj3NVP মুহাম্মাদ (সঃ) জন্ম - /watch/088YEaqgl1hgY মুহাম্মাদ (সঃ) নবুওয়াত - /watch/IIWVimhDZDqDV মুহাম্মাদ (সঃ) মিরাজ - /watch/US1X_lLkS77kX মুহাম্মাদ (সঃ) ইন্তেকাল - /watch/glpJwFgpMySpJ মুহাম্মাদ (সঃ) ১১ বিবি - /watch/IQpJGMi_CD1_J মুহাম্মাদ (সঃ) এর সন্তান - /watch/YeG3YTJ7STX73 আবু জাহেল মৃত্যু ও শাস্তি - /watch/wiZ05_UBCpEB0 আবু তালিব মৃত্যু ও শাস্তি - /watch/wIFnem49iLM9n আলী ও ফাতিমা (রাঃ) বিবাহ - /watch/kCicke1CcEwCc ইয়াজুজ মাজুজ - /watch/0WPuaGK-76a-u খিজির ও মূসা আঃ এর কাহিনীঃ রসূলুল্লাহ (সঃ) বলেন, একদিন হযরত মূসা (আঃ) বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি? ঐ সময়ে যেহেতু মূসা ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তাঁর জানা মতে আর কেউ তাঁর চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে ‘না’ সূচক জবাব দেন। জবাবটি আল্লাহ্‌র পসন্দ হয়নি। কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ্‌ তাঁকে পরীক্ষায় ফেললেন। তাঁর উচিৎ ছিল একথা বলা যে, ‘আল্লাহ্‌ই সর্বাধিক অবগত’। আল্লাহ্‌ তাঁকে বললেন, ‘হে মূসা! দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে, যে তোমার চেয়ে অধিক জ্ঞানী’। একথা শুনে মূসা (আঃ) প্রার্থনা করে বললেন, হে আল্লাহ্‌! আমাকে ঠিকানা বলে দিন, যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি’। আল্লাহ্‌ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের (সম্ভবতঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগরের মিলনস্থল) দিকে সফরে বেরিয়ে পড়। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে’। মূসা (আঃ) স্বীয় ভাগিনা ও শিষ্য (এবং পরবর্তীকালে নবী) ইউশা‘ বিন নূনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগরতীরে পাথরের উপর মাথা রেখে দু’জন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়েচড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউশা‘ ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন। কিন্তু মূসা (আঃ) ঘুম থেকে উঠলে তাঁকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন একরাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মূসা (আঃ) নাশতা দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল এবং ওযর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মূসা (আঃ)-কে বললেন এবং বললেন যে, ‘শয়তানই আমাকে একথা ভুলিয়ে দিয়েছিল’ (সূরা কাহফ ১৮/৬৩)। তখন মূসা (আঃ) বললেন, ঐ স্থানটিই তো ছিল আমাদের গন্তব্য স্থল। ফলে তাঁরা আবার সেপথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে, একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মূসা (আঃ) তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এদেশে সালাম? কে আপনি? বললেন, আমি বনু ইস্রাঈলের মূসা। আপনার কাছ থেকে ঐ জ্ঞান অর্জন করতে এসেছি, যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন’। খিযির বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মূসা! আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন, তা তিনি আপনাকে দেননি। পক্ষান্ত রে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন, তা আমাকে দেননি’। Fair Use Disclaimer: ============ This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for -fair use- for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use." #খিজিরআঃএরজীবনী #খিজিরওমূসাআঃ #মূসাআঃএরজীবনী

Category

Show more

Comments - 37