Duration 2:23

কৃষ-ই : পায়ে পায়ে এগিয়ে যান কৃষকদের সঙ্গেবাড়িয়ে দিন প্রগতির হাত KrishKisanDiwas

18 095 watched
0
1
Published 23 Dec 2021

কৃষকরা প্রতিদিন নতুন সমস্যার মুখোমুখি হয়, তা সত্ত্বেও নিজেদের আশার পথ থেকে সরে না! আমাদের জীবনে কৃষকদের অবদান অমূল্য!ওদের সাহস বাড়ানো, ওদের সাহায্য করা আমাদের কর্তব্য! এই জন্যে কৃষ-ই প্রতিদিনের এই সংগ্রামে ওদের পাশে রয়েছে! কৃষ-ই কৃষকদের প্রয়োজনগুলির নিরিখে নিয়ে এসেছে বেশ কয়েকটি আবিষ্কার! কৃষ-ই-র সাহায্যে, যেমন কৃষ-ই-র অ্যাডভায়সারী সহায়তা, কৃষ-ই ও কৃষ-ই নির্ণয় অ্যাপ, রেন্টাল অ্যাপ, প্রিসিশন ফার্মিঙ,যা ফসলের খরচা কম করে, উৎপাদন ক্ষমতা আর উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে পরামর্শ দেয়! এইভাবে কৃষ-ই হাজার হাজার ক্ষেতে আধুনিক পরিবর্তন এনেছে, লক্ষলক্ষ কৃষকদের পরামর্শ দিয়েছে আর অনেক কৃষকদের চ্যাম্পিয়ন কৃষক তৈরী করতে তাদের প্রতিটি পদক্ষেপে প্রগতির হাত বাড়িয়ে দিয়েছে! তাহলে আসুন, কৃষ-ই-র সঙ্গে এক হয়ে প্রতিদিন কৃষক দিবস উদযাপন করি! কৃষ-ই-র পক্ষ থেকে সমস্ত কৃষক ভাই ও বোনেদের জানাই কৃষক দিবসের শুভকামনা।

Category

Show more

Comments - 0