Duration 9:3

Chicken Lolipop | মজাদার চিকেন ললিপপ | How To Make Chicken Loli | Bangla Recipe

20 306 watched
0
260
Published 16 Nov 2018

Bangla Recipe Chicken Lolipop | মজাদার চিকেন ললিপপ We are presenting How To Make Chicken Loli Bangla রেস্টুরেন্টের মজাদার চিকেন ললিপপ এবার তৈরি করবেন ঘরে!!! তবে একটা বিষয় উল্লেখ করে রাখা প্রযোজন, রেস্টুরেন্টের সাথে কিন্তু আমাদের স্বাদের তারতম্য হবে, কারন ফুড ইন্ডাস্ট্রিতে টেস্টিং সল্ট বা অনেক ধরণের ফুড স্ট্যাবিলাইজার ব্যবহার করে, যেগুলি আমার কাছে স্বাস্থ্যে সন্মত মনে হয় না। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী পর্বে কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানান। এছাড়া ঢাকার ভিতরে কেউ আমাদের দেখানো যে কোন খাবার হোম ডেলিভারি পেতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে ইনবক্স এ নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ যোগাযোগ করুন। অবশ্যই খাবারের নাম উল্লেখ্য করবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজঃ https://www.facebook.com/LucysKitchenBD নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি SUBSCRIBE করে সাথে থাকুন চিকেন বল কিভাবে বানাবেন দেখতে ক্লিক করুনঃ /watch/xsOJJsJ ... ব্রাউনি কিভাবে বানাবেন দেখতে ক্লিক করুনঃ /watch/4vv3u8xee5ze3 তিলের নাড়ু রেসিপি দেখতে ক্লিক করুনঃ /watch/0bWEkbE ... ঘরে বসে গাজরের লাড্ডু বানাতে ক্লিক করুনঃ /watch/I-0yJxqrT4Nry নারকেলের সন্দেশ রেসিপি দেখতে ক্লিক করুনঃ /watch/0o6ULoU ... চিকেন ললিপপ উপকরণ : ০১. মুরগীর কিমা – ১ কাপ ০২. পাউরূটি – ৪ স্লাইচ ০৩. ডিম – ২ টা ০৪. লবন – পরিমান মত ০৫. আদা বাটা – ১/২ চা চামচ ০৬. রসূন – ১/২ চা চামচ ০৭. গোল মরিচ – ১/২ চা চামচ ০৮. সয়া সস – ১/২ চা চামচ ০৯. করনফ্লাউয়ার – ১ চা চামচ ১০. তেল ও ব্রেডগ্রাম – ভাঁজার জন্য ১১. কাঁচা মরিচ কুচানো – ৩টা বা ৪টা ১২. পেঁয়াজ কুচানো (মাঝারি সাইজ) – ২টা ১৩. লেবুর রস – ১/২ চা চামচ ১৪. ধনিয়া পাতা – ১ টেবিল চামচ প্রনালী : চিকেন কিমার সাথে পাউরূটির স্লাইচ পানিতে ভিজিয়ে চিপে চটকিয়ে নিন। এরপর অর্ধেক ডিমসহ বাকি উপকরণ মিশিয়ে ভালো করে চটকে নিয়ে আধা ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে চিকেন ললিপপ আকারে বানিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম মিশিয়ে ভেঁজে নিন। © All Rights Reserved By Lucy’s kitchen. Plz don’t use without permission. #চিকেন_ললিপপ #Chicken_Lolipop

Category

Show more

Comments - 11